বিষয়ভিত্তিক বাংলা প্রশিক্ষণটি সম্পূর্ণ নতুন ম্যানুয়াল দ্বারা পরিচালিত হবে। তাই প্রশিক্ষণার্থী মনোনয়ন প্রদানের ক্ষেত্রে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকগণ এ প্রশিক্ষণ গ্রহণের আওতায় থাকবেন। প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে দুজন করে শিক্ষক বাংলা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রথমতঃ শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে প্রথম/ দ্বিতীয় শ্রেণীতে বাংলা পড়ান এমন শিক্ষককে উপজেলা/ থানা শিক্ষা অফিসার আবশ্যিকভাবে মনোনয়ন প্রদান করবেন। প্রতিটি বিদ্যালয় হতে একজন করে কোটা পূরণ হলে দ্বিতীয় শিক্ষক মনোনয়নের ক্ষেত্রে তৃতীয়/ পঞ্চম শ্রেণীতে বাংলা বিষয়ে পাঠদান করেন এমন শিক্ষকের মনোনয়ন দেয়া যেতে পারে। কোনক্রমেই একটি বিদ্যালয়ের হতে একই ব্যাচে একাধিক শিক্ষকের মনোনয়ন দেয়া যাবে না। তবে উপজেলার প্রতিটি স্কুল থেকে একজন করে শিক্ষকের বাংলা বিষয় ভিত্তিক প্রশিক্ষণ শেষ হলে দ্বিতীয় শিক্ষককে মনোনয়ন দিতে হবে।
প্রশিক্ষণার্থির বয়স অনূর্ধ্ব ৫৫ বছর হতে হবে। প্রশিক্ষণে প্রতি ব্যাচে ৩০ জন শিক্ষক প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করবেন। কোন অবস্থাতেই একজন শিক্ষক একাধিকবার উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন না।
প্রশিক্ষণ ম্যানুয়ালটি এখান থেকে ডাউনলোড করুন।
একটি মন্তব্য পোস্ট করুন