সবার জন্য মানসম্মত শিক্ষা অর্জন নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষার মনিটরিং ব্যবস্থায় ই- মনিটরিং ব্যবস্থার প্রবর্তন। এ ব্যবস্থায় প্রচলিত প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন টুলের ভিত্তিতে একটি এন্ড্রয়েড এপ্লিকেশন তৈরি করা হয়েছে, যা পাইলটিং এর আওতাধীন পরিদর্শকদের ডিভাইস (ট্যাবলেট) এ ইন্সটল করা আছে। ই- মনিটরিং এ একজন পরিদর্শক একটি স্মার্ট ডিভাইস এর সহায়তায় বিদ্যালয় পরিদর্শন করে প্রাপ্ত তথ্যাদি ইন্টারনেটের মাধ্যমে আপলোড করেন। প্রেরিত তথ্যাদি সঙ্গে সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কেন্দ্রীয় সার্ভারে জমা হয়, যা সংশ্লিষ্ট সকলেই তৎক্ষনাৎ দেখে প্রয়োজনীয় ফলাবর্তন, পরামর্শ প্রদান ও করণীয় নির্ধারণ করতে পারেন।
ই- মনিটরিং এর উদ্দেশ্যঃ
১. পরিদর্শনের মাধ্যমে বিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক পর্যায়ে কাঙ্ক্ষিত মান উন্নয়নে কর্মকর্তাদের সহায়তা করা।
২. প্রযুক্তি ব্যবহার করে পরিদর্শন ফরমে প্রাপ্ত তথ্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিকট সহজে ও স্বল্প সময়ে প্রেরণ।
৩. প্রযুক্তির সহায়তায় পরিদর্শন ব্যবস্থায় সকল ক্ষেত্রে সমন্বয় সাধন।
৪. বাৎসরিক বিদ্যালয় পরিদর্শন পরিকল্পনা প্রণয়ন এবং সবার মধ্যে তথ্য আদান প্রদানে সমন্বয়
সাধন।
৫. সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে সহজতর করতে সবার জন্য উপযোগী অনলাইন রিপোর্টিং ব্যবস্থার প্রবর্তন
৬. ম্যানুয়াল পরিদর্শন প্রতিবেদন দাখিলের পরিবর্তে অনলাইন সিস্টেম প্রবর্তনের মাধ্যমে খরচ ও সময় সাশ্রয় করা।
৭. তথ্যের সঠিকতা নিশ্চিত, আদান-প্রদান সহজ এবং দ্রুততর করা।
৮.প্রযুক্তির সহায়তায় সরেজমিন পরিদর্শনে উৎসাহ প্রদান।
৯. মাঠ পর্যায়ের বাস্তব অবস্থা সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সারাসরি ও সার্বক্ষণিক দেখা ও
যোগাযোগ সুযোগ তৈরি।
১০. সর্বস্তরে স্বচ্ছতা ও জাবাবদিহিতা নিশ্চিত করা।
১১. সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে নীতি-পদ্ধতি প্রণয়নে ও সিদ্ধান্ত গ্রহণে পরিদর্শনলব্ধ বিভিন্ন তথ্য- উপাত্ত দিয়ে সহায়তা করা।
ই-মনিটরিং টুলস,২০২৩ পিডিএফ আকারে ফাকা ফরম এখান থেকে ডাউনলোড করুন।
একটি মন্তব্য পোস্ট করুন