ACR – বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এ. সি. আর) হচ্ছে কোনো সরকারি কর্মচারীর কর্মদক্ষতা মূল্যায়ন করে তার অব্যবহিত ঊর্ধ্বতন কর্মকর্তার প্রদত্ত প্রতিবেদন। শুধু কর্মদক্ষতা মূল্যায়নই নয়, এতে তার আচরণ, চরিত্র এবং সততা সম্পর্কেও সুনির্দিষ্ট পর্যবেক্ষণ উল্লেখ করা হয়।
এসিআর ফর্মে কোনাে প্রকার ওভার রাইটিং/কাটাকাটি/ঘষামাজা/ফ্লুইড ব্যবহার করা যাবে না। তবে একান্ত প্রয়ােজনে সংশ্লিষ্ট অংশটুকু একটানে কেটে অনুস্বাক্ষরসহ লেখা যাবে। অনুস্বাক্ষরকৃত সিআর ফর্ম এক দপ্তর হতে অন্য দপ্তরে প্রেরণ করার সময় অবশ্যই সিলগালাযুক্ত খামে ‘গােপনীয়’ লিখে অগ্রায়নপত্রসহ প্রেরণ করতে হবে। কোনাে অবস্থাতেই ভাঁজ করা যাবে না। নতুন এসিআর ফরম ব্যবহারের নির্দেশনা ২০২২ । বাতিলকৃত ফর্মে দাখিলকৃত গোপনীয় অনুবেদন নাকচ এবং নম্বর গণনা
এবং অনুবেদনাধীন কর্মচারীর মাধ্যমে ডােসিয়ার সংরক্ষণকারীর দপ্তরে প্রেরণ করা যাবে না। সিআর প্রযােজ্য হওয়া সত্ত্বেও তা যথাসময়ে/যথাযথ অনুবেদনকারীর নিকট দাখিল না করা এবং যথানিয়মে অনুস্বাক্ষর কিংবা প্রতিস্বাক্ষর না করা অসদাচরণ।। সিআর বিষয়ক কোনাে স্পষ্টীকরণ, ব্যাখ্যা বা নির্দেশনার প্রয়ােজন হলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে যােগাযােগ করা যেতে পারে।
নতুন এসিআর ডাউনলোড করুন এখান থেকে।
বার্ষিক গোপনীয় অনুবেদন ফরম (৯ম গ্রেড তদুর্ধ্ব)
বার্ষিক গোপনীয় অনুবেদন ফরম (১০ম গ্রেড হতে ১২)
বার্ষিক গোপনীয় অনুবেদন ফরম (১৩ গ্রেড হতে ১৬ গ্রেড)
বার্ষিক গোপনীয় অনুবেদন ফরম (১৭ গ্রেড হতে ২০ গ্রেড)
বার্ষিক গোপনীয় অনুবেদন ফরম (গাড়ী চালক)
এসিআর ওয়ার্ড ফাইলে পাওয়া যাবে কি?
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন