চাকিনীয়া সপ্রাবিতে মা সমাবেশ অনুষ্ঠিত

 




‘জেগে ওঠো মা বিদ্যার বিকিরণে, শিক্ষার আলো উদ্ভাসিত করো জনে জনে ’ স্লোগানে মায়েদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও শিক্ষার মানোন্নয়নে দিনাজপুর জেলার খানসামা উপজেলার চাকিনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার, ৩ মার্চ, ২০২৪ ইং তারিখে চাকিনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক খলিলুর রহমান ও ম্যানেজিং কমিটির আয়োজনে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড মেম্বার জনাব মকবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব মো: সাখাওয়াত হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য, জমিদাতা হরিদাস রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: খলিলুর রহমান, অভিভাবক ও শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত স্কুল পাঠাতে এবং শিশুদের প্রতি খেয়াল রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।



Post a Comment

To be published, comments must be reviewed by the administrator *

নবীনতর পূর্বতন
Post ADS 1
Post ADS 1