পাঠ পর্যবেক্ষণ ছক সকল বিষয় (প্রধান শিক্ষকের জন্য)

 


জাতীয় শিক্ষাক্রম ২০২১ (প্রাথমিক স্তর) এ প্রত্যেকটি বিষয়ের জন্য পাঠ পর্যবেক্ষণ ছক প্রদান করা হয়েছে । যেখানে শিক্ষক ও অফিসারদের জন্য আলাদা আলাদা পাঠ পর্যবেক্ষণ ছক দেওয়া হয়েছে। নিচে সে বিষয়ে বিস্তারিত দেওয়া হল।


জাতীয় শিক্ষাক্রম ২০২১ (প্রাথমিক স্তর) বিস্তরণ প্রশিক্ষণ তথ্যপত্রে যে সকল বিষয়ের পাঠ পর্যবেক্ষণ ছক দেওয়া হয়েছে তা হল বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, ধর্ম ও নৈতিক শিক্ষা, শিল্পকলা। বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিষয়ে দেওয়া হয়নি, পরে দেওয়া হবে।


সকল ছক একবারে পিডিএফ হিসেবে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।




1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন
Post ADS 1
Post ADS 1