খানসামায় কাব হলিডে অনুষ্ঠানে চাকিনীয়া সপ্রাবির কাব শিক্ষার্থীদের অংশগ্রহণ

 

কাব হলিডে খানসামা


দিনাজপুরের খানসামা উপজেলায় ৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে জমকালো আয়োজনে কাব হলিডে উদ্‌যাপন অনুষ্ঠানের উদ্বোধন করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। স্বাধীনতার ৫৩ বছর উদ্‌যাপন উপলক্ষে এই আয়োজন করা হয়েছে । এতে ৫৩ টি বিদ্যালয়ের মধ্যে চাকিনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ও অংশগ্রহণ করে। চাকিনীয়া সপ্রাবি থেকে ৬ জন শিক্ষার্থী- মো: আবু সাঈদ, মো: বায়েজিদ বোস্তামি, আফিকুর রহমান জিহাদ, খায়রুল বাশার, লাবিব ইসলাম ও তানজিন হাসান। কাব ইউনিট লিডার হিসেবে ছিলেন সহকারী শিক্ষক জনাব অনাথ চন্দ্র কর্মকার। 


কাব হলিডে



আজ  ৯ মার্চ,২০২৪ খ্রি. শনিবার বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জনাব তাজ উদ্দিনের সভাপতিত্বে খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী । 


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, খানসামা থানার ওসি মোজাহারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার জনাব এরশাদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মঞ্জুরুল হক, স্কাউটস দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক জনাব আব্দুর রশিদ,  শিক্ষা বিভাগের বিভিন্ন কর্মকর্তাগণ, ৫৩ টি বিদ্যালয়ের কাব শিশু ও কাব লিডার এবং সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও সুধীজন। 


Post a Comment

To be published, comments must be reviewed by the administrator *

নবীনতর পূর্বতন
Post ADS 1
Post ADS 1