প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান চলবে ১০ রমজান পর্যন্ত, আদেশ জারি।

Post ADS 1

 


২০২৪ সালে জানুয়ারি মাসে তীব্র শীতের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি এর নীচে নেমে যায়। এ কারণে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বিদ্যালয়ে শ্রেণি পাঠ দান স্থগীত করা হয়। তাই শিক্ষার্থীরা পাঠ থেকে বঞ্চিত হয়ে যায়। এতে করে তাদের শিখন ঘাটতি তৈরি হয়। 


এই শিখন ঘাটতি পুষিয়ে নিতে পাঠ দান আগামী ১০ রোজা পর্যন্ত চালু করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়। 

Post ADS 1

Post a Comment

To be published, comments must be reviewed by the administrator *

নবীনতর পূর্বতন