দাঁত তুললে কি চোখের ক্ষতি হয়, চিকিৎসা বিজ্ঞান কী বলে?

 



দাঁতের চিকিৎসকরা প্রায়ই একটি প্রশ্নের সম্মুখীন হই যে, দাঁত তুললে চোখের ক্ষতি হবে কিনা?


এ সম্পর্কে ডা: এস এম ছাদিক একটি আর্টিকেল লিখেছেন যা নিচে তুলে ধরা হলো। 


দাঁতে প্রদাহ হলে ব্যথাটি অতি দ্রুত ছড়িয়ে পড়ে চোখে,ঘাড়ে,মাথায় এবং কানে। একে পালপাইটিস (Pulpitis) রোগ বলে। পালপাইটিস (Pulpitis) নামক দাঁতের এই রোগটিই মূলত ভীতির কারণ হয়ে দাঁড়ায় রোগীদের নিকট। কেননা ব্যথাটি তখন অতি দ্রুত ছড়িয়ে পড়ে যে পাশের দাঁতে ব্যথা সে পাশে চোখে,ঘাড়ে,মাথায় এবং কানের দিকে। আর এতেই অধিকাংশ ভুক্তভোগী রোগীগণ মনে করেন দাঁতের সাথে চোখের সম্পর্ক আছে। 



কিন্তু দাঁত তুললে চোখের ক্ষতি হবে এই ধারণাগুলো সম্পূর্ণ ভুল। কেননা দাঁত এবং চোখ দুটি আলাদা আলাদা স্নায়ুতন্ত্রের সাথে জড়িত। এদের স্নায়ুপ্রবাহ এবং রক্তপ্রবাহ দুটিই স্বতন্ত্র। চোখের স্নায়ুপ্রবাহ হচ্ছে অপথালমিক ডিভিশন অব ট্রাইজেমিনাল নার্ভ (5th Cranial Nerve) এবং নিচের দিকে হচ্ছে ম্যাক্সিলারি ডিভিশন অব ট্রাইজেমিনাল নার্ভ। রক্ত প্রবাহিত হয় অপথালমিক এবং ল্যাক্রিমাল আর্টারি দ্বারা। অন্যদিকে উপরের পাটির দাঁতে স্নায়ুপ্রবাহ দেয় অ্যান্টিরিয়র, পোস্টিরিয়র এবং মিডল সুপিরিয়র নার্ভ। নিচের পাটিতে দেয় ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ যাহা ম্যান্ডিবুলার নার্ভের একটি শাখা।

সুতরাং দেখা যাচ্ছে যে, দাঁত এবং চোখ দুটি ভিন্ন ভিন্ন গঠনে সজ্জিত-যার একটির সাথে অপরটির কোন সম্পর্ক নেই।


তাই অন্যের কাছে ভুল তথ্য পেয়ে বিভ্রান্তিতে না পরে দাঁত ও মুখের যেকোনো সমস্যার সমাধান করতে নিকটস্থ একজন বি.ডি.এস.(ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) ডেন্টাল সার্জনের পরামর্শ নিন।।।


Post a Comment

To be published, comments must be reviewed by the administrator *

নবীনতর পূর্বতন
Post ADS 1
Post ADS 1