প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের জন্য আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়াল ডাউনলোড

 


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের জন্য আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপিও ) এর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের জন্য ১৪ দিনব্যাপী আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ দেশের ৬৭ টি পিটিআইতে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । 


আইসিটি ট্রেনিং এ প্রশিক্ষণার্থী মনোনয়ন

  • প্রতি ব্যাচে প্রশিক্ষণার্থীর সংখ্যা হবে ২৫ ( পঁচিশ ) জন। প্রশিক্ষণটি শিক্ষায় তথ্য ও যেগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট তাই প্রশিক্ষণার্থী মনোনয়নে অপেক্ষাকৃত নবীন প্রশিক্ষণবিহীন শিক্ষককে প্রাধান্য দিতে হবে ।
  • প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বয়সসীমা অনুর্ধ্ব ৫০ (পঞ্চাশ) বছর ।
  • ইতোমধ্যে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে কিন্তু কোন শিক্ষক প্রশিক্ষণ পাননি এমন বিদ্যালয়ের শিক্ষককে এ প্রশিক্ষণে অগ্রাধিকার দিতে হবে ।
  • প্রতি বিদ্যালয় থেকে এ অর্থবছরে ০১ ( এক ) জনের বেশি শিক্ষককে মনোনয়ন প্রদান করা যাবে না। তবে কোন বিদ্যালয় হতে ইতোপূর্বে ০১ (এক) জন শিক্ষক এ প্রশিক্ষণ গ্রহণের পর অন্য বিদ্যালয়ে বদলী হয়েছেন অথবা পিআরএল এ গেছেন সেক্ষেত্রে ঐ বিদ্যালয় থেকে পুনরায় একজন শিক্ষককে প্রশিক্ষণে মনোনয়ন প্রদান করা যাবে । 
  • এছাড়া যে সকল বিদ্যালয়ে শিক্ষক এবং শিক্ষার্থীর সংখ্যা অপেক্ষাকৃত বেশি এধরণের বিদ্যালয় হতে এ অর্থবছরে সর্বোচ্চ ২ ( দুই) জন শিক্ষককে মনোনয়ন প্রদান করা যাবে । 
  • কোন শিক্ষক ইতোপূর্বে আইসিটি ইন এডুকেশন বিষয়ে প্রশিক্ষণ পেয়ে থাকলে পুনরায় তাঁকে প্রশিক্ষণ প্রদান করা যাবে না।

আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণ ম্যানুয়াল ডাউনলোড

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে সরবরাহকৃত সর্বশেষ প্রশিক্ষণ ম্যানুয়াল ও প্রশিক্ষণ সহায়িকার আলোকে প্রশিক্ষকগণ প্রশিক্ষণ পরিচালনা করবেন । পিটিআই সুপারিনটেনডেন্টগণ আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ ম্যানুয়াল ও সহায়িকার হার্ডকপি প্রশিক্ষকগণকে এবং প্রশিক্ষণ সহায়িকার হার্ডকপি প্রশিক্ষণার্থীগণকে প্রশিক্ষণ শুরুর প্রথম দিনের প্রথম সেশনে অত্যাবশ্যকীয়ভাবে সরবরাহ করবেন ।


শিক্ষকদের জন্য ICT প্রশিক্ষণ ম্যানুয়ালটি ডিজাইন করা হয়েছে। এই ম্যানুয়ালে ICT এর মৌলিক বিষয়গুলির পাশাপাশি শ্রেণীকক্ষে ICT ব্যবহারের বিভিন্ন কৌশল ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আইসিটি ট্রেনিং ম্যানুয়াল অনুসরণ করে শিক্ষকরা ICT এর মৌলিক বিষয়গুলি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবেন এবং শ্রেণীকক্ষে ICT ব্যবহার করে শিখন-শেখানো প্রক্রিয়াকে আরও কার্যকর ও আকর্ষণীয় করে তুলতে পারবেন। 

ICT প্রশিক্ষণ ম্যানুয়ালটি  এখান থেকে PDF আকারে ডাউনলোড করুন। 





Post a Comment

To be published, comments must be reviewed by the administrator *

নবীনতর পূর্বতন
Post ADS 1
Post ADS 1