প্রাথমিক বিদ্যালয় অনলাইন বদলির জন্য স্কোর হিসাব করার উপায়

 




সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির ক্রাইটেরিয়ার স্কোর কীভাবে হিসাব করা হয়েছে দেখুন।


ক্রাইটেরিয়া ১) : দুরত্ব-

ধরুন একটি বিদ্যালয়ে ৫ জন শিক্ষক বদলির আবেদন পত্র জমা দিয়েছে। এই ৫ জন শিক্ষক স্থায়ী ঠিকানা থেকে কর্মরত বিদ্যালয়ের দূরত্বে ভিন্নতা রয়েছে। যেমন:


১ম জন= ১৬ কিলোমিটার 

২য় জন = ২০ কিলোমিটার 

৩য় জন = ১২ কিলোমিটার 

৪র্থ জন = ২২ কিলোমিটার 

৫ম জন = ১৫ কিলোমিটার 


দূরত্বের জন্য  মোট নম্বর ২০।


এই ৫ জনের মধ্যে সবচেয়ে দূরত্ব বেশি হচ্ছে ৪র্থ তম জনের। তিনি পাবেন  ২০ নম্বরের মধ্যে ২০ নম্বর। 


বাকি চারজনের হিসাব এভাবে হবে-


১ম জন= ১৬ কিলোমিটার  =১৬*২০/২২=১৪.৫৫ নম্বর 


২য় জন = ২০ কিলোমিটার = ২০*২০/২২= ১৮.১৮ নম্বর 


৩য় জন = ১২ কিলোমিটার = ১২*২০/২২=১০.৯১ নম্বর 


৫জন = ১৫ কিলোমিটার =১৫*২০/২২=১৩.৬৪ নম্বর 



ক্রাইটেরিয়া ২) : কর্মরত বিদ্যালয়ে কর্মকাল-

একটি বিদ্যালয়ে ৫ জন শিক্ষক বদলির আবেদন পত্র জমা দিয়েছে। এই ৫ জন শিক্ষক কর্মকাল কর্মরত বিদ্যালয়ের  ভিন্নতা রয়েছে। যেমন:


১ম জন =  ৫ বছর 

২য় জন = ৭ বছর 

৩য় জন = ৩ বছর 

৪র্থ জন =  ৪  বছর 

৫ম জন =  ৬ বছর 


কর্মকালের জন্য  মোট নম্বর ২৫


এই ৫ জনের মধ্যে কর্মকাল বেশি হচ্ছে ২য় জনের। তিনি পাবেন  ২৫ নম্বরের মধ্যে ২৫ নম্বর। 


বাকি চারজনের হিসাব এভাবে হবে-


১ম জন = ৫ বছর   =৫*২৫/৭=১৭.৮৬ নম্বর 


৩য়জন =  ৩ বছর  = ৩*২৫/৭=১০.৭১ নম্বর 


৪র্থ জন = ৪ বছর  = ৪*২৫/৭=১৪.২৯ নম্বর 


৫ম জন = ৬ বছর  =৬*২৫/৭=২১.৪৩ নম্বর 


ক্রাইটেরিয়া ৩) : লিঙ্গ-

আবেদনকারী নারী হলে অটোমেটিকালী ১০ নম্বর পাবে, আর পুরুষ  হলে ০।


ক্রাইটেরিয়া ৪) :

প্রতিবন্ধীতা-


আবেদনকারী প্রতিবন্ধী হলে ১৫ নম্বর


স্বামী বা স্ত্রী মৃত / বিবাহ বিচ্ছেদ-

আবেদনকারী স্বামী বা স্ত্রী মৃত / বিবাহ বিচ্ছেদ হলে ৩০ নম্বর।


সর্বমোট ১০০নম্বর।


আশা করি এবার স্কোর কিভাবে হিসাব করা হয়  তা বুুুুঝতে পারছেন।


Post a Comment

To be published, comments must be reviewed by the administrator *

নবীনতর পূর্বতন
Post ADS 1
Post ADS 1