মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরসমূহের মত সঠিক নিয়মে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সূর্যোদয়ের সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন করা হয়। একাজটি করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব অনাথ চন্দ্র কর্মকার।
অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান (ইংলিশ মিডিয়াম স্কুলসহ) ও দপ্তরসমূহের মত চাকিনীয়া সপ্রাবিতেও ২১ ফেব্রুয়ারি-২০২৪ তারিখ (বুধবার) সকাল আটটার সময় ৫২’র ভাষা আন্দোলনে শহিদদের স্মৃতির উদ্দেশ্যে শহিদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এসময় প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা দিবসটির সাথে সংগতি রেখে কবিতা, গল্প ও সৃজনশীল লেখা লিখে এবং ছবি এঁকে শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন করে। যাদের ছবি ভালো ও লেখা ভালো হয়েছে তাদের পুরস্কৃত করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন