প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার ম্যাপ তৈরিকরণ সহায়িকা


 

ম্যাপ বা মানচিত্র ভাষার পরিপূরক। কোন এলাকার নির্দিষ্ট তথ্য সুস্পষ্টরূপে তুলে ধরতে মানচিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্কুল ক্যাচমেন্ট এরিয়া ম্যাপ-এ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ স্থান/এলাকা ইত্যাদির ভৌগলিক অবস্থান, শিশুর পরিবার/খানার অবস্থান সকল (ভর্তিকৃত ও অভর্তিকৃত) শিশুর বিভিন্নমুখী তথ্য সাংকেতিক চিহ্ন ব্যবহার করার মাধ্যমে তুলে ধরা হয়, যার প্রেক্ষিতে সহজেই নিজ নিজ স্কুল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

প্রধান শিক্ষক, এসএমসি ও সহকারী উপজেলা/ থানা শিক্ষা অফিসার (গণ) কর্তৃক নির্ধারিত বিদ্যালয়ে গমনোপযোগী সকল শিশুর খানা/ পরিবারের নির্দেশক এলাকাই হ’ল ঐ বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়া। সরকারি, রেজিষ্টার্ড বেসরকারি ও কমিউনিটি বিদ্যালয়কে কেন্দ্র করেই ক্যাচমেন্ট এরিয়ার ম্যাপ তৈরি হবে।


ক্যাচমেন্ট এরিয়ার ম্যাপ তৈরির উদ্দেশ্য:

১. প্রতিটি বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়া চিহ্নিতকরণ,

২. স্কুল ক্যাচমেন্ট এরিয়ায় অবস্থিত স্কুল গমনোপযোগী সকল শিশুর পরিবার বা খানা চিহ্নিতকরণ,

৩. চিহ্নিত পরিবার বা খানাতে বিভিন্ন বিদ্যালয়ে ভর্তিকৃত ও অভর্তিকৃত শিশু সনাক্তকরণ,

৪. চিহ্নিত অভর্তিকৃত শিশুদেরকে বিদ্যালয়ে ভর্তি করার পদক্ষেপ গ্রহণ,

৫. প্রতিবছর ৩১ জানুয়ারির মধ্যে সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরণ,

৬. ঝরে পড়া শিশু সনাক্তকরণ,

৭. প্রতিটি বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়াকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বিভাজনপূর্বক স্ব স্ব শিক্ষককে স্বীয় এলাকার শিশুদের সার্বিক দায়িত্ব প্রদানের ব্যবস্থাকরণ,

৮. বিশেষ চাহিদা সম্পন্ন শিশু চিহ্নিতকরণ।


পুরো সহায়িকাটি পিডিএফ আকারে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। 



Post a Comment

To be published, comments must be reviewed by the administrator *

নবীনতর পূর্বতন
Post ADS 1
Post ADS 1