শিক্ষার্থীর প্রফাইল তৈরির জন্য নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করার উপায় (ভিডিও)
0
প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের জন্য শিক্ষার্থীর প্রফাইল তৈরি বাধ্যতামূলক। তাই আপনাদের নিজের ল্যাপটপে বাড়িতে বা বিদ্যালয়ে বসে শিক্ষার্থী তথ্য সিআরভিএস সার্ভারে এন্ট্রি করতে হবে যা আপনারা নিজেই করতে পারবেন যদি নিয়ম জানা থাকে।
আপনারা ইউনিক আইডি তৈরির জন্য কিভাবে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করবেন তা এই ভিডিও দেখে জানতে পারবেন। ভিডিওতে প্রতিটি বিষয় ধাপে ধাপে লাইভ রেকর্ডের মাধ্যমে ধারণ করা হয়েছে। তাই আপনারা যা দেখবেন, সবটি জেনুইন দেখবেন। এখানে কোন ধাপ বাদ দেওয়া হয়নি বা অপ্রয়োজনীয় কিছু দেখানো হয়নি।
Post a Comment
To be published, comments must be reviewed by the administrator *
একটি মন্তব্য পোস্ট করুন